অবাক কবিতা

বাপরে! কেমনে যে লেখ তুমি লতা-পাতা-গাছ-গাছালি নিয়া, কুত্তা-বিলাইও বাদ যায় না… এই যে তুমি লেখতে পারো – জোছনারাত, তোমার মনে কাঁপণ জাগে না! ওই যে আমলকির ওই ডালে ডালে’র মতো… আমি ত বলবার ভাষা খুঁইজা পাই না… যেন তুমি জাদুকর, লাঠি’রে সাপ বানাইতে না পারো, সাপ’রে ত বলতে পারো লাঠি… যতক্ষণ না ছোবল দিতেছে তোমার পায়ে, তুমি কামড়’রে বলতে পারো নীল রংয়ের উদভ্রান্ত ভালোবাসা; যা কিছু একজিস্ট করে না, তারা যেন আর নাই… খালি তোমার কল্পনা; হাতি উড়ে আকাশে, মাছেরাও মেলেছে ডানা… এমন এমন অবাক কবিতা, আমি কি আর লিখবো না (কবি সুকুমার রায়ের প্রতি শ্রদ্ধা জানাইয়া)?  [pullquote][AWD_comments width=”294″][/pullquote]

 

অগাস্ট ৩০, ২০১২

Leave a Reply