আলাস্কা

…সুতরাং পৃথিবী, তুমি তাইলে এখনই ঘুমাও
ঘুমের বাড়িতে গিয়া স্বপ্ন দেখো, স্বপ্ন খোঁজো
যা যা তুমি করতে পারো নাই, জেগে থাকার কালে
সেইটা নিয়া নৌকা ভাসাও, সাগরে…[pullquote][AWD_comments width=”294″][/pullquote]

জেগে থাকিবার আছে কাল – সেই কাল কবে শেষ হবে?
শীতকাল তো চলেই আসলো, মধ্যবিত্তের কবিও
গেলেন মারা, তারপরও, তবুও…

কিসের আশায় এই বসিয়া থাকা?

অথবা কি ক্রোধ আর থামতেছেই না
একটার পর একটা জমা হইতে হইতে
তৈরি হইলো আলাস্কার মানচিত্র?

ট্রাকের শব্দের ভিতর দিয়া পার হয়া যাচ্ছে সময়
চলে যাচ্ছে শ্রবণসীমার বাইরে…

সকাল আসছে

গ্লোবাল ওর্য়ামিংয়ের ফলে
গলে গলে পড়ছে আলাস্কার হিমবাহ
নভেম্বর ৫, ২০১০

Leave a Reply