ইমাজিনিং জন লেনন

~ ভাবেন, একটু ভাবতেও পারেন না আপনেরা… ~

ইমাজিন করেন কোন মানুষ নাই, দূর আকাশের তারা’র মতো লাইটগুলি জ্বলতেছে খালি। দূরে। আরেকটাই দুনিয়া। দুনিয়া কী রকমের ভালো হইতো তাইলে, তাই না? খালি আমরা ইউরোপিয়ানরাই মানুষ। এশিয়ান, আফ্রিকান, হিস্পানিক’রা নাই আর। যাঁরা আছে, তাঁরাও আমরারই মতো। এইটা ছাড়া ধরেন, রোবট থাকলে কিছু থাকতে পারে বা উনারা যদি রাজি থাকেন রোবট-মানুষ হইতে। না, না এইরকমও মেকানিক্যাল না আবার।

ইমাজিন করেন যে, মানুষগুলা সাজানো ফুলের মতোই আছে। পাদ দেয় না, হাগে না; বা করলোই, কিন্তু এইসব নিয়া কোনদিন কথা বলে না। বলতে পারে বড়জোর সাবান দিয়া হাত ধুইয়া নেন, এনভায়রমেন্ট নষ্ট কইরেন না।

আপনিও এইরকমই একজন মানুষ কেন হন না! আপনার কি টাকা পয়সা নাই এনাফ? হইলে কি ভালো হইতো, আমরা একটাই দুনিয়ায় থাকতে পারতাম। নাই তো কি হইছে; স্বপ্ন দেখেন। হয় মাইগ্রেট করলেন নাইলে নিজের দেশে ইউরোপিয়ান মানুষ হইয়া থাইকা গেলেন, আমার মতো, আমাদেরই মতো। আমি জানি এইটা পসিবল। আপনি খালি একটু ট্রাই কইরেন। স্বপ্নটা দেখেন এটলিস্ট।

দুনিয়াটা তো একটাই। আর সেইটা আমাদের। আমাদের মতো মানুষদের।

 

 

Leave a Reply