মরা’র ভাবনা

মারা যাওয়ার পরে আমার মুখটা কেমন দেখাইবো?

সেইটা দেখার লোভে আর ত মরা হইলো না।

 

হয়তো আরো চ্যাপ্টা, ফোলা-ফোলা

কথা না বলা, শ্বাস চাইপা রাখা, অনেক অনেক ক্রোধ, আর যা যা বলা গেলো না… [pullquote][AWD_comments width=”294″][/pullquote]

 

একটা মৃত্যুর কথাই আমার মনে আছে;

যখন মারা গেলেন আমার তিনি,

তখন কেউ একজন জানি বাইর হয়া গেলেন ঘর থিকা

নিরবে, অভিমানে –

তোমরা কেউ আমারে দেখলা না!

মরার পরে আমার মুখ…

মৃত্যুর মতো গম্ভীর;

সার্কাসটিক কোন কিছু ত হবে না?

অথবা স্যাটায়ার-প্রবণ কবিতার মতোন?

 

মরা’র ভাবনা সবসময় আনন্দময়, দূরবর্তী ও মহান

যখন আপনি জীবিত আর ভাবতেছেন, যদি মারা যাইতে পারতাম

এইরকম সকালবেলায়!

 

মাঘ ১৭, ১৪১৯ (জানুয়ারি ৩০, ২০১৩)।

Leave a Reply