যন্ত্রের গান ১

আমার ডান হাত যন্ত্র হিসাবে বেশ ভালো;

জন্মের পর থিকাই সার্পোট দিয়া যাইতেছে

 

এর বেস্ট ব্যবহার হইছে অবশ্যই ফিজিক্যাল ভায়োলেন্সের সময়;

তার উদ্ধত ভঙ্গিমা, এক্সপ্রেশন অফ ভায়োলেন্স

অ্যাকচুয়াল ভায়োলেন্সের চাইতেও বেশি

 

যদি না থাকতো ডান হাত আমি কি আর রিপ্রেজেন্ট করতে পারতাম

এইসব ভাব, এমন ভাবে


আর লেখালেখি; জড়াইয়া ধরা, একটাই হাত মানুষ হয়া ঘুরে বেড়ানো তোমার পিঠে, ছোট ছোট তিলের রিসোর্টে আটকে থাকা কয়েক মিলি সেকেন্ড, অথবা চুলের ভিতর, যখন সে নামাইয়া আনতে চায় মেঘ জৈন্তা পাহাড় থেকে, তখন খুলে যায় ঠোঁটের ঝর্ণা, তার ভিতর ডুবতে ডুবতে অবশ হয়া আসতে চায় যে

 

সেই ডান হাতের কথা ভাবলাম হঠাৎ;

যে যন্ত্র, তার আছে বিকল হওয়ার টাইম

তখন, এই কল্পনা মুছে যাবে গোড়া থিকা

 

ডান হাত  নিয়া এইরকম কবিতা আর লিখা যাবে না।

 

আষাঢ় ২৬, ১৪২০

Leave a Reply