সরারচর অথবা বাজিতপুরে

ওয়াইজ ওরাকল বলে,
যা-কিছু দেখা যায় তারে তুমি মাইনা নাও
যা-কিছু দেখা যায় না, তার বদলে।

চলে-যাওয়া দিনের স্মৃতি
সে-ও আইসা বলে, গেলাম নাহয় আমি
তোমার ভবিষ্যত-দিন, তারা তো
দৌড়াইয়া দৌড়াইয়া কাছে চইলা আসতেছে,
ফাস্ট-ফরোয়ার্ডে!

একটা অতীতের উপর আরেকটা অতীত
বাঁকা হয়া পইড়া আছে, দেখতে মিস্টিরিয়াস লাগে;
ওয়াজ ওরাকল বলে,
যা-কিছু দেখা যায় তারা সবাই এগজিস্ট করে আসলে
মাইনা নাও, মাইনা নাও তুমি…

আমিও তো চাই, সেইটা-ই;
আমার মন গিয়া পইড়া থাকে, আমার থিকা দূরে
সরারচর অথবা বাজিতপুরে।

Leave a Reply