কবিতা: অক্টোবর, ২০১৭

আন-নোন

কারে যেন হারায়া ফেলবো আমি,
এই ভাইবা হাঁটতে থাকি দুইটা মন নিয়া সাথে;

আমি আগাই, ওরা পিছায়
ওরা আগায়, আমি পিছাই
সাথে সাথে হাঁটি
হাঁটতে হাঁটতে ভাবি

কারে জানি হারায়া ফেলবো, কারে জানি কখোন
হারায়া ফেলবো আমি…

 

ভারতনাট্যম

আবার আসছেন প্রেম;

আইসা আমারে কইলেন, ‘আপনি নয় মণ ঘি আনেন।
আমি নাচবাম।’

 

রাইটার্স ব্লক

হেমিংওয়ের চা খাওয়া হইলো না

সলঝেৎসিনের সিএনজি’তে চড়লাম,
কবুতর নিয়া তিনটা ছবি তুলছেন উনি;

দস্তয়েভস্কি রিকশা চালাইতেছিলেন,

উঁচা বিল্ডিংয়ের জানালা দিয়া হাইকোর্ট দেখতেছিলেন ওরহান পামুক

রাস্তার অন্য পাশ দিয়া হাঁটতেছিলেন জেমস জয়েস

যাওয়ার সময় একটা ধাক্কাই দিলেন আমারে এলিজাবেথ বিশপ

একটা গলির ভিতর দিয়া হাঁটতে হাঁটতে আসতেছিলেন ববকাট চুলের শিম্বোরস্কা

‘ঢাকা শহরটা ভইরা গেছে বিদেশি দিয়া, বুঝছো?’ কইতেছিলেন সুসান সনট্যাগ,
কিছুটা প্লেফুলনেস আর বাদবাকি সিরিয়াসনেস নিয়া…

 

 

সিন-ক্রিয়েট

সিনের ভিতর ঢুকে গেছে একটা পোকা
পোকাটাই সিন এখন
একটু একটু নড়তেছে, আগায়া যাইতেছে…

পোকাটা আমার হাতে
কিন্তু আমার হাতটা সিন না

পোকাটা নড়তেছে,
যা কিছু নড়তে থাকে সেইটাই সিন

সিনটার ছবি তুলবো আমরা

 

ঘুরা-ফিরা

উই অ্যাজিউম দ্যাট দেয়ার ইজ অ্যা ঘোড়া
বাট এলাস! দেয়ার ইজ নো ঘোড়া!
আদার দ্যান দেয়ার ইজ অ্যা ঘোড়া।

 

লোভ

না-লেখার মতোন আরো অনেক লোভ আছে,
আছে কথা-না-বলার মতোন বিকালের ফেটিশ বিহ্বলতা

গোপন আর রিভিলড,
একই একই গান বারবার শোনার পরে বলতে পারা –
‘আমি একটা গান’

আগাইয়া আসতে থাকা সন্ধ্যার ভিতর
হঠাৎ দেখতে পাওয়া পুবদিকের চাঁদ

লোভের মতোন গোল

মনেহয়, না-লেখা কতো যে ভালো, না-দেখার মতোই…

 

ঈমান নাই

বিশ্বাসে অবিশ্বাস হয়া
ঝইরা পড়বো নাকি,
হেমন্তে?

আমি,
কুয়াশার মতো
আবছা?

নাকি
থাইকাই যাবো
একটা মাঠ,
তার পাশে ভাঙ্গা রাস্তার গর্ত?

একটা রিকশা চলে যাইতেছে যেমন, সন্ধ্যায়…

অবিশ্বাস নিয়া
একটা বিশ্বাসের ভিতর

আমারে দেখলা?

 

চোর, পুলিশ

চোর ধইরা ফেলছি আমি

চোরের মনে কতো যে পেইন

পেইন সামলাইতে না পাইরা চোরে
চুরি কইরা ফেলে,

আমি চোরের মতোন ভাবি
চোর ভাবে, আমার মতো পুলিশও তো আছে
দুনিয়াতে

চোরে’রা চুরি করে

আমি চোর ধরবো বইলা
পুলিশ হয়া বইসা থাকি

নিজের ভিতরে

 

এইটা, ওইটা

তোমার হার্শ আর হাস্কি বলা কথা
এই যে তোমার ঝিলের পানিতে ঝলমল চুপ কইরা থাকা
এই যে তোমার মন, মনোরোগ, প্যাটার্ন
ক্লেশ, বিদ্বেষ, জেলাসি, পেইন…

‘এই যে তোমার প্রেম,’

চাইনিজ সালাদে ক্যাপসিকাম
খুঁইজা পাওয়া…

 

Leave a Reply