কবিতা: ফেব্রুয়ারি, ২০১৮।

সন্ধ্যা

ইচ্ছা হয়,
অন্ধকার হইয়া বইসা থাকি
অন্ধকারের ভিতর…

 

অ্যা জার্নি বাই বাস

‘কেন সেই আমার মানুষেরা গান গাইলো না আর?’
– জিগাইতে গিয়া আমি আবার আটকাইলাম

গলার কাছ দিয়া সাপের মতোন উড়তেছিলো
বাতাসের দড়ি; আমি চুপ থাইকা কথা কইলাম,
শুনলাম কথা তাঁর; কতো কতো মানে যে কথার

‘কথাগুলি আসলে মিনিংলেস… খবরদার, তুমি ব্যাখ্যা
করবা না!’ – নিজে নিজে কথাগুলি তাদের ডালা
বন্ধ কইরা দেয়, নিইভা আসে কাহিনিগুলি তাঁর

ছবি দেখায়, ‘দেখো, আমার মানুষেরা গান গায়, ছাদে, সন্ধ্যাবেলায়…’

 

শুক্রবার

একটা শুক্রবার আইসা
আরেকটা শুক্রবার’রে বলে,

‘চলো যাই, একটা শুক্রবারের কাছে।’

কোন একটা দিন

কোনদিন পৌষ আর মাঘ মাসে,
কোনদিন ডিসেম্বর, জানুয়ারিতে
দিনগুলি মাস
মাস থিকা মাসে
সইরা যাইতে যাইতে
কোনদিন কোন এক লেকের পাড়ে,
পানিতে গাছের ছায়া দেখতে দেখতে
বলবো তোমারে আমি,
কোনদিন পৌষ আর মাঘ মাসে
কোনদিন ডিসেম্বর, জানুয়ারিতে
কোন কোন দিন, কোন কোন কথা
বলতে গিয়া আটকায়া আসে
গলার কাছে, যেমন কুয়াশা ভাসে
সন্ধ্যার আকাশে, যেমন আননেসেসারি কোন কথা
সিরিয়াস কোন মিনিং নিয়া আসে, যেমন
কথাগুলি হারায়া যায় উপমার ভিতরে

যেমন পৌষ আর মাঘ মাস
যেমন ডিসেম্বর আর জানুয়ারি থিকা সরতে সরতে
ফেব্রুয়ারি আর মার্চ
বা অক্টোবর আর নভেম্বরে
চইলা আসতে পারবে না কোনদিন
৫০০ বছর পরে
একটা কচ্ছপ
মারা গেলেও পরে…

কোন একটা দিন একটাই দিন
পৌষ আর মাঘে,
ডিসেম্বর জানুয়ারিতে
কুয়াশার মতো ম্লান মুখে
বইসা থাকবে…

‘থাকুক…’ বইলা হাঁটতে হাঁটতে
চইলা যাইতে যাইতে
একটা দাঁড়ায়া থাকা ছায়ারে
একটা গাছ বইলা মনে হবে
রাতের অন্ধকারে

 

Look in to my eyes

Its a beautiful chaos.

Buses, microbuses, private cars, CNG auto-rickshaws are pressing their horns, all together. Traffic police can’t decide – what to do. To be or not to be – may not be the question. ‘When, when you will let us go?’ Everybody is asking questions to themselves and the answers they think they know, but don’t want to utter. An ambulance is hugely uttering its siren. Bosonto batash is blowing, asking the people, ‘koi jabo?’ People are trackless too, walking, talking, typing msg in the mobile phones, crossing the roads. They are coming from everywhere and they are going to everywhere. In a minute, a road accident can happen. But its not happening yet. Dead leaves are falling from the lonely trees.

You look in to my eyes. Its a beautiful chaos in the evening. You see!

 

বসন্ত ও শীত

যারা দেখে তোমারে,
যারা পায় তোমার শরীরের ঘ্রাণ
তারা কেমন হলুদ রইদের মতোন?

আর আমি, নিভতে থাকা কুয়াশা, শীতের
যাইতে যাইতে ভাবি, চইলাই যে গেছি
সেইটারও এখন আর নাই কোন এক্সপ্রেশন

অনেক অনেক শব্দের অপশনের মতোন অনেক অনেক মানুষ, রাস্তায়
অনেক অনেক জানা আর না-জানা, হাঁটতেছে পাশাপাশি
দেখতেছে; না-দেখা আমারেও কি লাগে, একইরকম?

 

Beatles

And I lost her…

 

বিনয় মজুমদার

ফিরে এসো, বাল!

 

ভালগার

অনেকগুলি ভালো-লাগা’রে কিনতে গেলাম আমরা

অনেকগুলি ভালো-লাগা’রে কিনার পরে মনে হইলো
অনেকগুলি ভালো-লাগা তো অনেক অনেক রকম

অনেক অনেক ভালো-লাগা’রে তখন
অনেক অনেক ভালো লাগলো না আর
এইটা ওইটাও থাকতে তো পারতোই

নাই যে, তাতেও ওরা ওরা খারাপ তো না আর
এইটা ওইটা, সেইটা যেইটা, তা তো ভালোই

ভালো-লাগা যেহেতু, ভালো তো লাগারই মতোন

 

দ্য এন্ড

অনেক অনেক রইদের ভিতর নিভে আসতেছিলো অনেক অনেক রইদ

 

যদি আসো

ভীড়ের মধ্যে বইসা আছি, আমি একটা চেহারা
ভীড়ের মধ্যে অনেক মানুষ,
আমি দেখতে পাইতেছি না তোমার আসার পথ
তুমি দেখতে পাবা না আমারেও
যদি আসো

যদি আসো, যদি আসার ইচ্ছাও তোমার হয়
ধূলা-ওড়া দুপুরের রাস্তা দিয়া হাঁটতে হাঁটতে

তেজ না থাকা রইদ আর মধু বাতাসে

যদি আসো, যদি আসো, ‘প্রাণের ছায়াপথ’…

 

I wish

: I wish, I could appear like the words in Ur poems.

: I wish, I could disappear like the thoughts in Ur mind.

রিয়ালিটি

“গাছ তুমি আরো আউলাইতে থাকো, বসন্তে।
আমি তোমার চুল আঁচড়াইয়া দিবো নে।”

একটা লাইক কইলো একটা স্ট্যাটাস’রে, ফেসবুকে।

 

হরিণেরা

একটা বাউন্ডারি দেয়া মাঠে অনেকগুলি হরিণ
ঘুরে ঘুরে ঘাস খাইতেছে

দেখতে ছাগলের মতো লাগতেছে

 

সন্ধ্যা

একটাই ইলুশ্যন এই দুনিয়ার
অন্ধকার হয়া আসার আগে মনেহয়,

‘তুমি আমার!’

 

Leave a Reply