কবিতা লেখা

বিনয় মজুমদার মনেহয় এইরকম একটা পদ্ধতির কথা বলছিলেন কবিতার লেখার যে, ধরেন, আপনি রাস্তায় আইসা রিকশা পাইতেছেন না; তখন আপনি তো বলতেই পারেন যে, রাস্তায় আজকে কোন রিকশা নাই। কিন্তু আপনি যদি লিখেন যে, পৃথিবীর রাস্তায় আজকে কোন রিকশা নাই! এইটা কিন্তু কবিতা হইয়া গেলো!! মানে, কবিতা হইলো ক্রিয়েশন অফ ইউনির্ভাসালিটি। সব সময় সব সিচুয়েশনেই এইটা সত্যি মনে হইতে পারে। তো, আপনার এইসব মনে-হওয়া যদি কোন ঘটনার সাথে রিলেটেড হয়, কবিতা লিখতে গেলে আপনার কাজ হবে আপনার মনে-হওয়াটারে, ফিলিংসটারে ঘটনার কাছ থিকা আলাদা কইরা বইলা ফেলা! তখনই দেখতে পাইতে পারেন, আরে আমি ত কবিতাই লিইখা ফেললাম একটা!

 

Leave a Reply