ক্যাসিওপিয়া

 

এইটা গ্রহেরই ফের, বুঝলা…

একতলা দালানের ছাদে সন্ধ্যাবেলা
চিৎ হয়া শুইয়া দেখি
কোন সে তারা নিয়া আসলো তোমারে
আর আমারে, এই গ্রামে…

বললো লিখতে, সিদ্ধ-ধানের গন্ধ
কুয়ারপাড়ে যুবতী বউয়ের কালোচুলে
জ্বীনের পায়ের চিহ্ন

অথবা একটা নৌকা, মসজিদের ঘাটে বাঁধা
মিনারে উঠলে দেখা যায়
ডিগচরে জমি নাই, খালি পানি আর পানি…

উত্তরে বাদাঘাট
পশ্চিমে বিস্ময়কর দিনের শেষে
আবছা পথের ছায়া

জিজ্ঞাসিছে; তুমি কেন আইলা, এতদিন পরে?

কি আর বলবো আমি তারে!

এইসবকিছু আসলে গ্রহেরই ফের, বুঝলা…

 

ফেব্রুয়ারি ২৫, ২০১২।

 

Leave a Reply