নিগ্রো

 

ওথেলো, তুমি এখনো বাঁইচা আছো?
ভুল বুঝতে পারতেছো তো ঠিকঠাকমতো?
আদার একটা মিনিংয়ের ভিতর
আটকাইয়া যাইতে পারতেছো তো?
তাইলে আত্মহত্যাটা কইরাই ফেলো;
বুঝছো?

এই দুনিয়া যে পিত্তালদি…
তুমি তো জানো

না মরলে, আমাদের এই বাঁইচা থাকা সাহিত্য কেমনে হবে?
কেমনে আর্ট নিয়া তড়পামু আমরা; বলবো
আমাদের প্রেম একটা রেসিয়াল প্রাইডের
জায়গা থিকাই বাইর হইতে পারলো না?… হাহ্…

ওথেলো, নিগ্রো আমার,
যদি তুমি শাদা হইতা, না হইতা ইনফরিয়র
আর তারপরও পাওয়ারফুল; ডেসডিমোনা
কি একসেপ্ট করতো তোমারে,
তুমিও কি তারে সন্দেহ করতে পারতা?

এইরকমই তো দুনিয়া
ডিফরেন্সগুলাতেই আটকাইয়া থাকা

গ্রে কালারের পারসপেক্টিভে আমরা
খামাখাই খুঁইজা গেলাম খালি
শাদা আর কালা…

 

Leave a Reply