সকালবেলায়

কে আসে

কে যে আসে

আমারে ধরে রাখে[pullquote][AWD_comments width=”294″][/pullquote]

 

বলে, ‘পইড়া যাইও না তুমি
শক্ত কইরা ধইরা রাখো
দুইহাতে নৌকার গলুই,
বইসা থাকো’

 

কোন ঝড়-ঝাপটা নাই
আমি বসে বসে কাঁপি

 

কার সাথে কথা বলি?

 

যে আমারে নিয়া যাইতে চায়
তার জন্যই কি বইসা থাকি?

আমি চাই না যাইতে

আর এই যে বইসা থাকা – এরও নাই কোন মানে

কে যে আমার কাছে
হাত বাড়াইয়া রাখে
বলে, কথা

 

আমি সইরা আসতে চাই

আর সে বইসা থাকে, আমারই পাশে

 

আমরা দুইজন প্রায়ই
এইরকম হতভম্ব সকালবেলায়
বইসা থাকি, মুখামুখি

 

কি যে করি, কি যে করি…

 

নভেম্বর ৫, ২০১০

 

Leave a Reply