স্কুল-ফ্রেন্ড

আমার দোস্ত মরতে গিয়া
মরার মতো বইসা আছে
অফিসের ডেস্কের সামনে

সে ত আছিলো ক্লাশে,
ভাবছিলাম বাসায় গেছে
এখন দেখি একটা অফিসে

টেবিলে পানির বোতল
কম্পিউটারের কোণা দেখা যাইতেছে

গ্লু-মারা চেয়ারে বইসা আছে সে;
চোখগুলা মরা-মাছের মতোন
ক্যামেরারে রিফ্লেক্ট করতেছে

মরার পরে আমরা দোস্ত
আরো মানবিক, বিজ্ঞান-শাখার
ছাত্রীদের সাথে প্রেম-করার-চিন্তা বাদ দিছি

আমার কথা শুইনা দোস্ত কয়, তুমি দেহি এহনো হোপফুল!
আমি কই, মরার পরেও আমরা বাঁইচা থাকতে পারি ত,
এইরকম, এইরকম, এইরকম…
ধরো, কোন একটা অফিসের চেয়ারেই বইসা থাকলাম, সারাজীবন

Leave a Reply