কবিতা: জানুয়ারি, ২০২৪

হেপি নিউ ইয়ার, ২০২৪

চিল করতে হবে!
বলতেছে চিলমারি’র বন্দরে
বাঁকা চাঁন, কুয়াশায় ভেসে যাইতে যাইতে…

আমার তালগাছ

“If someone loves a flower, of which just one single blossom grows in all the millions and millions of stars, it is enough to make him happy just to look at the stars.He can say to himself, “Somewhere, my flower is there…”
– O Pequeno Príncipe (The Little Prince)

চোখের চাউনিতেই প্রেম টের পাওয়া যায়, কথা বলার টোনে
তালগাছটাও টের পায় – আমি তারে ভালোবাসি

ভালোবাসা ট্রানসেডেনটাল, আলোর রেখার মতো আঁকা-বাঁকা হয়া যাইতে থাকে, যায়
কিনতু তালগাছ দাঁড়ায়া থাকে, আরেকটা তালগাছের সাথে
লগের তালগাছটা আমার তালগাছটারে দেইখা মিটিমিটি হাসে, কয়
এই লোকটা তোরে ভালা পায়, তোর দিকে তাকায়া থাকে 🙂

আমার তালগাছ উদাসি বাতাসে কাঁপে, মাথা ঝাঁকায়, ইগনোর করে

ভালোবাসা শে-ও টের পায়, কিনতু মুখে বলে
পিরিতি – পরদেশি মেঘের মতন, আসে আর যায়,
যে ভালোবাসে, তারে কি বিশ্বাস করা যায়
আমাদের এই রস-বানানির কাজে!

সখি-তালগাছটাও বুঝে, তখন বুঝের হাসি হাসে
যেহেতু তালগাছ, তারা এলায়া পড়ে না, দাঁড়ায়া থাকে

খেতের আইলে, একটু দূরে থিকা, আমার তালগাছ, আমারে দেখে

Continue reading

কবিতা: নভেম্বর-ডিসেম্বর, ২০২৩

উদাসি-কবি

জালিমের সকল জুলুম, অন্যায় আর অবিচার-রে
পারসোনাল দুঃখবোধ আর লোনলিনেসের চাদরে ঢাইকা ফেলার মতো
উদাসি-কবি তুমি আমারে কোনদিন বানাইও না, খোদা!

শীতের প্রেম ও বিরহ

বিরহ নাই, তাই তাড়াতাড়ি হাঁটতে হাঁটতে বাসায় ফিরা আসি

অবরোধের দিন বইলা রাস্তা-ঘাটে মানুশ-জন কম
বাজারে শীতের সব্জিগুলা একা, তাকায়া আছে
অসহায় মানুশদের দিকে

ভাই, আমার দাম তো আমি বাড়াই নাই
বলতেছে টসটসা টমেটো’টা
ফুলকপির সাইজ এখনো ছোট, অরা কিংকর্তব্যবিমূঢ়
ইউটিউবের কিং কং চ্যানেলে পুরানা বাংলাদেশি সিনেমার মতো,
ঠোঁট নাড়ানোর লগে তার ডায়ালগ মিলে না

শীতের বাতাস চলে আসার পরে থতমত,
কিছু বুঝতে পারতেছে না,
কনসার্টের পোস্টার এইরকম অশ্লীল লাগতেছে কেন!

কেন গান-গাওয়া আর্টিস্টগুলারে মনে হইতেছে এ.আই. জেনারেটেট!
এরা কি খালি উন্নয়নের গান গায়? পাছা মোচড়ায়
প্যালেস্টাইনের কথা ভাইবা?

শীত বলে, ওগো প্রেম, তুমি আর এইরকম চুদায়া মুড়ি খাইও না!

যা একটু বিরহ ছিল, তা-ও আজ চলে যাইতেছে
সীমানার বাইরে, বাস্তবতার ধাক্কায়…

Continue reading

কবিতা: অক্টোবর, ২০২৩

জীবনানন্দ

যেন একটা কমলালেবু
কমলালেবু হইতে চাইতেছে শুধু
আর না পাইরা বলতেছে,
আমি তো একটা কমলালেবু তবু

বার্ড সং

যেই পাখির ভাষা নাই
করে নাকো ফুঁসফাঁস
মারে নাকো ডুঁসডাঁস

সেই পাখি বিষন্ন
ডানা দুইটা নিয়া টায়ার্ড
ও, না, ক্লান্ত

সেই পাখি এবং জ্যান্ত
গোটা দুই হইতে গিয়া
লোনলি লোনলি জাস্ট

হেই পাখি, তুমি আর
কাইন্দো না তো!
অবিরাম অবিরাম বৃস্টির মতো…

যদি পাখি জানতো
তাইলে কি আর ঘর বানতো?
আনিয়াছি তৃণলতা, বইলা উড়তো, উড়তো

তুমি বার্ড উড়ে উড়ে
হৃদয় খুঁড়ে বেদনা জাগাইতে
কি খালি ভালোবাসো?

আর রেফারেন্স-বেজড, হাসো?
হাসো না? হাসলে যে সুন্দর
সেইটা তো ক্লিশেও (নাকি ক্রিঞ্জ) কিছুটা…

যেই পাখির ভাষা নাই
সেই পাখির নিরবতা কেমন?
নরোম, কোমল সাপের মতো?

বৃস্টিতে সন্ধ্যায়
পিছলায়া যাইতেছে ছায়াগুলা
ছায়াগুলা পাখি, পাখি সাঁতরাইতেছে কাদায়, খুঁজতেছে ভালোবাসা…
Continue reading

কবিতা: সেপ্টেম্বর, ২০২৩

মাটিরাঙ্গা

পাহাড়ের ঢালে, সেনা ছাউনিতে
ঘাস খাইতেছে কয়েকটা ছাগল

অরা অন্য কোন ড্রিম থিকা আসছে
অরা এই দুনিয়ার নয়

দীঘিনালার রাস্তায়

প্রাইমারি স্কুলে যাবে বইলা তিনটা বাচ্চা
দাঁড়ায়া আছে রাস্তার মোড়ে
স্কুল ড্রেস পইরা

নিরব রাস্তার ঘুম ভাঙ্গায়া কোন চান্দের গাড়ি আসতেছে না,
কিন্তু আসবে তো, তাই না?

আই❤️বাঘাইছড়ি

গাছেদের দুনিয়ায় আমরা বিছা

আঁকা বাঁকা হয়া
ইঞ্জিনের ঠেলায়
উঠে যাইতেছি

বাঘাইছড়ির টিলায়

স্বপ্নের গরু

জীবানানন্দের স্বপ্নের গরু ও বাছুরগুলা ঘাস খাইতেছে বাঘাইহাট আর্মি ক্যাম্পে

রিয়াল ও সুরিয়াল অরা একইসাথে
মোবাইল ফোনের নেটওয়ার্কের মতো
আছে এবং নাই
Continue reading

কবিতা: অগাস্ট, ২০২৩

প্লাতেরো

দুখী গাধাটা তার দুঃখ আর না নিতে পাইরা
ফান করতে করতে ফানি হইতে থাকলো

তবে ফান করতে করতেও তো
টায়ার্ড লাগে একটা সময়,
তাই সে দুখী হইতে থাকলো আবার

কিন্তু লোকজন তখন হাইসা দিল
কইলো, “সুন্দর একটা ফান হইছে এইটা, বস!”

দৃশ্য

কড়ই গাছের ডাল’টা ভাইঙ্গা যাওয়ার আগে ম্যাড়ম্যাড় করতেছে
গাছটা তো টের পাইতেছে,
যেন একটা দুক্খ তারে ভাইঙ্গা ফেলতেছে

কড়ইয়ের ডালটা ভেঙ্গে পড়তেছে, কড় কড় শব্দ হইতেছে যেন
অথবা কোন শব্দ নাই আসলে, দেখতে দেখতে খামাখাই মনে হইতেছে আমার
কড়ইয়ের ডালটা ভাইঙ্গা যাওয়ার আগে একটা আওয়াজ তো হবে!

ডাল’টা ভেঙ্গে পড়ছে লেকের পানিতে
এমন ভাবে ভেসে যাইতেছে বৃষ্টি আর বাতাসে
যেন সে সাঁতরাইতেছে

আমাদের ভালোবাসা

আমাদের ভালোবাসা নাই হইতে হইতে গিয়া ঠেকছে তলানিতে
অইখানে পড়ে আছে কিছু গাঁদ;
ঘন কালো পিছলা ময়লা, থক থক কাদার মতো
আমাদের পা আটকায়া যাইতেছে, আমরা ফিরা আসতে চাইতেছি
কিন্তু ঠ্যাং নাড়াইতে পারতেছি না,
একটা চোরা-কাদার ভিতরে ডুবে যাইতেছি
আর ভাবতেছি, আমাদের ভালোবাসা এইসব প্যাক আর কাদা…

Continue reading