লাভ সং

 

সবার  শেষে, তুমি আমারে শোনাও এমন নৈতিক কিছু, যেন আমি ভুলে থাকতে পারি
বাস্তবতা ও প্রকৃতি, যারা ঝুলে আছে,
বানর সদৃশ্য ভাবনারে যারা আরো আরো ঝুলাইয়া দিচ্ছে
তড়িঘড়ি সকালের আনন্দে, ওদের সাথে মেলাও বলে
খুলে দিচ্ছে দড়ি – হারমোনিয়ামে গান আর ত গাইবো না খালি
মাউথঅগ্যানের লোভে পড়ে রেললাইন, যা আসলে মফস্বল
মেডিভেল সোসাইটি খুঁজতে খুঁজতে আসছিল এই বাংলায়, হয়তোবা বাঘ নয়
কাঠল-পাতা চিবাতে চিবাতে গিয়াছিল ভুলে – কেন যে কেন যে
আমার জন্ম এই গ্রীষ্মের রোদে আবার বিয়ার খাওয়ার লোভে উঠেছিল জেগে;
বৃষ্টিরই গান গাইতে গাইতে হইছিলো কুপোকাত, তোমার গাদলা দিনে
চাইছিলো পিছলা খাইতে, আর সেই দৃশ্য দেখবা তুমি জানালায় বসে
লেবুগাছের আড়ালে, ওই চলে যায় যে ভুত, দিনে-দুপুরে; Continue reading