কা.শা.’র কবিতা নিয়া।

[pullquote][AWD_comments width=”294″][/pullquote] শিমুল সালাহ্‌উদ্দিন উনার গালুমগিরি সংঘ থিকা কবি কাজল শাহনেওয়াজ-এর কবিতা পড়া’র প্রোগ্রাম করছিলেন ২০১৫ সালের জানুয়ারি মাসে। ঢাকায়, পাবলিক লাইব্রেরীতে। ওই প্রোগ্রামে উনার কবিতা নিয়া বলার লাইগা আমারে রিকোয়েস্ট করছিলেন শিমুল। পুরা প্রোগ্রামটার ভিডিও কাজল শাহনেওয়াজ আপলোড করছিলেন; ওইখান থিকা আমার আলাপের অংশটুক এইখানে রাখলাম। শেষের দিকে কিছু অংশ বাদ গেছে অবশ্য। আর এমনিতে আমি কথা বলার সময় ডান চোখ টিপি না, টানা কয়েক রাত জাইগা থাকার কারণে এই অবস্থা হইছিল।

চান্নি রাইত উইথ কা.শা.

কড়ইগাছের পাতার ফাঁকে চাঁদ

পুরান, ভাঙা

কোন ছোট শহরের
রাত, আসছে আবার

একলা সেই দেশেও চাঁদ
লোকাল অ্যাটমোস্ফিয়ারেই আছে
বিদেশে শে যাইতে পারতেছে না Continue reading

অ্যাভারেজ কবিতা

 

দুর্জন কবি হইলেও পরিতাজ্য। – Jamil Ahammed

এই বিষয়ে বরং Underground সিনেমাটার একটা জায়গা কথা মনে করা যাইতে পারে; যেইখানে মার্কো, যিনি দ্বিতীয় মহাযুদ্ধের পরে টিটোর ঘনিষ্ঠ সহযোগী হয়া উঠেন তার বন্ধুরে আন্ডারগ্রাউন্ডে লুকাইয়া রাইখা প্রচার করেন ‘বিপ্লবের শহীদ’ বইলা; তো একটা সময় তার সেই বিপ্লবী বন্ধু’র নামে কালচারাল সেন্টার ওপেন করতে গিয়া, একটা কবিতা পাঠ করেন। সিনেমার মধ্যে মার্কো হইলো গিয়া ‘দুর্জন’, যে কিনা আবার কবিতাও লিখে! কিন্তু আপনি যদি কাহিনির এই প্রেক্ষাপটরে বাদ দেন, কবিতাটারে পছন্দ না করার কোন কারণ নাই। খুবই আবেগী, প্রচলিত ধরণের অ্যাভারেজ একটা কবিতা। Continue reading