প্লে দ্য গেইম

কবিতা পড়াটা কখনোই জরুরি কিছু না। ইচ্ছা হইলে পড়লাম। ইচ্ছা হইলে পড়লাম না। কিন্তু অ্যাভেইলেবল তো থাকতে পারে বিভিন্ন ফর্মে। যেমন ধরেন মোবাইল ফোন; এইটা দিয়া আপনি কথা বলেন, টেক্সট করেন, একটু দামি হইলে ইন্টারনেট ব্রাউজ করতে পারেন, ছবি তুলেন, গান শুনেন, ফোন-টোন না আসলে এমনে এমনেও তাকায়া থাকতে পারেন। তো এইরকম মোমেন্টে, চাইলে কবিতাও পড়তে পারেন। আমার পাঁচটা কবিতার বই-ই অ্যান্ড্রয়েড প্লে স্টোরে রাখা গেছে। কাগজে ছাপানো বই ভালো জিনিস, কিন্তু মোবাইলে পড়ার ট্রাই তো করতেই পারেন, কোন না কোন অকোয়ার্ড মোমেন্টে। পুরান প্রেম আর কদ্দিন। মানে, পুরান প্রেমেরও নতুন নতুন সারফেইস তো দরকার! Continue reading