ঘুম

পাহাড়ি গড-এর সীমানা পার হয়ে আমরা নেমে আসছিলাম রাস্তায়, ট্রাফিক জ্যামে। মানুষের কথা, মানুষের সঙ্গ খালি ক্লান্ত করে। একই কথা তাঁরা বলতে থাকে, একই গান গাইতে থাকে। আর বলে এরা নতুন। আমাদের ভঙ্গিমা দিয়া আমরা নতুন কিছু আবিষ্কার করতেছি। নতুন নতুন আবিষ্কার দেখতে দেখতে শুনতে শুনতে ক্লান্ত লাগতে থাকে। রিকশায় কিছুদূর আসার পরে মনেহয় রিকশায় বইসাই ঘুমায়া যাই। পাহাড়ে রিকশা নাই। Continue reading

ঘুমাইয়া ঘুমাইয়া রাত জাগার স্বপ্ন দেখলাম

 

শান্তি আছে বইলাই কাঁধে কাঁধ ছুঁইয়া বইসা থাকা

স্টেইনলেস ষ্টিলের চামচ মুখে নিয়া বিস্কুট দৌড়ে নামি নাই

কুয়াশায় কি জানি ঝরে
অ্যাফ্লুয়েন্ট একটা জিনিস –
রিচ রিচ ফিলিংস হয়

স্পাইডারের মতোন ধীরে ধীরে সুতার জাল বোনা

দেখি নাই আমি,
শুনতে যে পাই, মনেহয়
এনাফ ঘটনা ফিল করা যায় যখন
না গিয়াও যাওয়াই হইতেছে এখন
(তুমি ঘটনার বাইরে থাকতে পারো, ঘটনা ত তোমারে বাদ দিয়া ঘটতে পারে না, এইরকম) Continue reading

জুতা-কাহিনি

 

রাস্তার পাশেই ড্রেন
তার ভিতর প্রতিফলনহীন কালো পানি,ফুটতেছে
ম্যানহোলের ভিতর থেকে উঠতেছে ধোঁয়া…

ফুটপাতে ছোট চৌকির ওপর সাজানো জুতার পসরা
একজোড়া জুতা কিনতে চাই আমি
যখন ঈদে যাবো বাড়ি
বাড্ডা থেকে বরিশাল

আমি ভাবতেই থাকি
ওই ধোঁয়ার মতো আমার ইচ্ছাটা উড়তে থাকে
প্যাঁচাইয়া যায়

আমি ঘুম থেকে উঠে হাঁটতে থাকি
একটা জুতার স্বপ্নে আমার মন ভারী হয়ে থাকে
জমাট, কালো, প্রতিফলনহীন…