সিলেক্টেড পোয়েমস: নভেম্বর, ২০১৫।

শীতের ডায়েরি

আরেকটা সিগ্রেট খাবো। তারপরে লিখবো। লেখা যে যায়, এইটারে একটা ঘটনা বানাবো। ঘটনার ভিতরে ঢুইকা পড়লে তখন ঘটনা আর কোন ঘটনাই নাই। রেসিপি বানায়া বানায়া লিখতে থাকবো।

পা দুইটার তো কোন দরকার নাই। কাইটা ফেলবো?

 

রেন্ডম

রেন্ডম পিপলদের সাথে রেন্ডম বিকালবেলা পার করার পরে রেন্ডম লাইফ নিয়া রেন্ডম কিছু ওয়ার্ড লিখতে লিখতে মনে হইলো রেন্ডম যে আইডেন্টিটি রিনেইমে ঘুরতে থাকে খালি পা ব্যাথা হইলে পরে রেন্ডম কোলে আসবা বাবু তুমি?

‘কোল থেকে কোলে ভেসে যাই আমি
আমারে নাও তোমারই বক্র কোলে’ Continue reading

শীতের দিন

১.
EAT YOUR SOUL
ইটের দেয়ালে লিখে রাখি।

কত কত মানুষ
কতো কতো মানুষ

আকাশে তারার মতোন
আকাশে তারাদের মতোন
ডুবে যায় রাত এখন

 

২.
এখন যে রাত
রাত ও দিন

রিপিট ইট
রিপিট ইট।

Continue reading