সিলেক্টেট পোয়েমস: অগাস্ট, ২০১৫।

 

বাঘ-বন্দী

আমাদের বন্দীটারে
আমরা বন্দী কইরা
আমাদের কাছেই
রাইখা দিলাম।

 

রোলিং স্টোন

যা কিছু আমি বুঝতেছি না, তা আর ঘটতেছে না।
যা কিছু আমি দেখতেছি না, তা ঘটার সম্ভাবনাই; ঘটনা কিনা শিওর না।

আমি অনুমান করতে পারি খালি। অনুমানগুলি সত্যি না।

যা কিছু সত্যি, তারা আমার বুঝা আর দেখার ভিতর কোন একভাবে থাকতেই থাকে।

সত্যি হইলো পাত্থর। অথবা আমাদের নিজস্ব এক একটা সত্যি।
তারপরও অন্যরা অনুমান করতে থাকে। কোনটা আমার সত্যি; সত্যি সত্যি?

সত্যির নাম দিয়া সবাই নিজেদের অনুমানের কথা-ই বলে। এইরকম ভাবতে পারি আমি।

আমি যে ভাবতেছি এইটা ভাবতেছো তুমি।

তোমার সত্যি’র পাথর নড়তে পারতেছে না।

আমি গড়াইয়া গড়াইয়া সরে যাইতেছি আরো দূরে…

তারপর, একটা মিথ্যার ভিতর, স্থির।

Continue reading

লাইক

হোমপেজে যাই।

কিছু লাইক দিয়া বেড়াই।

কিছু লাইক কুড়াই।

লাইক বিকালবেলা হাঁটতে বাইর হইছি।

কোন কারণ ছাড়াই।

খালি লাইক করিয়া বেড়াই।

এই রাস্তা, দূরে গাছ, রিকশায় যে গেলো হঠাৎ, চামারপট্টির শূকরগুলা, দেশিমদ, সন্ধ্যাহয়াআসা, বৃষ্টির ঘ্রাণ, দেবব্রতবিশ্বাসের গান…

আমি লাইক করিয়া গেলাম।

 

কচি’র কবর

 

আগের কবরের ২টা হাড় মিশে থাকলো কবরে তার;
বড় বড় ২টা ফ্লাডলাইট
পাশের বিল্ডিংয়ের ছাদের উপর থিকা ফেলতেছে ফোকাস
সারি সারি কবরের উপর একটু একটু ঘাস

১০০ টা লাইকের মতো ১০০ জন মানুষ তুললো হাত
ক্ষণিকের দোয়ায় (চাপা পড়া দীর্ঘশ্বাস?) Continue reading