ঘুমাইয়া ঘুমাইয়া রাত জাগার স্বপ্ন দেখলাম

 

শান্তি আছে বইলাই কাঁধে কাঁধ ছুঁইয়া বইসা থাকা

স্টেইনলেস ষ্টিলের চামচ মুখে নিয়া বিস্কুট দৌড়ে নামি নাই

কুয়াশায় কি জানি ঝরে
অ্যাফ্লুয়েন্ট একটা জিনিস –
রিচ রিচ ফিলিংস হয়

স্পাইডারের মতোন ধীরে ধীরে সুতার জাল বোনা

দেখি নাই আমি,
শুনতে যে পাই, মনেহয়
এনাফ ঘটনা ফিল করা যায় যখন
না গিয়াও যাওয়াই হইতেছে এখন
(তুমি ঘটনার বাইরে থাকতে পারো, ঘটনা ত তোমারে বাদ দিয়া ঘটতে পারে না, এইরকম) Continue reading

আমি ও শি

 

কত যে কথা শি, বলতেছো তুমি। আর তোমার চোখে কী যে হাসি! বাসর রাতের পরের দিন সকালবেলা ওইঠা দেখি বিশটা মিসকল। চিন্তা করো কেমন লাগে! তখনই আবারো হুদা ভাইয়ের ফোন, সকাল আটটায়। সাহিল ত পাশে মরা’র মতো ঘুমাইতেছে। ফোনটা ধরেই বললাম, কেন ফোন দিছেন? উনি বলে, ওই ফাইলটা ত আজকে সকালেই মিটিংয়ের আগে দরকার! চিন্তা করো, গতকালকে আমার বাসর রাত গেছে আর সকালবেলা ফাইলের খোঁজ দেয়া লাগে। অফিস জিনিসটা এতো বাজে! সবগুলা পুরুষ খালি জামাইয়ের পোস্ট চায়। আমি কি দ্রৌপদী নাকি? বইলা শি ঠোঁট টিইপা আবার হাসে। Continue reading

আলাস্কা

…সুতরাং পৃথিবী, তুমি তাইলে এখনই ঘুমাও
ঘুমের বাড়িতে গিয়া স্বপ্ন দেখো, স্বপ্ন খোঁজো
যা যা তুমি করতে পারো নাই, জেগে থাকার কালে
সেইটা নিয়া নৌকা ভাসাও, সাগরে…[pullquote][AWD_comments width=”294″][/pullquote]

Continue reading

জুতা-কাহিনি

 

রাস্তার পাশেই ড্রেন
তার ভিতর প্রতিফলনহীন কালো পানি,ফুটতেছে
ম্যানহোলের ভিতর থেকে উঠতেছে ধোঁয়া…

ফুটপাতে ছোট চৌকির ওপর সাজানো জুতার পসরা
একজোড়া জুতা কিনতে চাই আমি
যখন ঈদে যাবো বাড়ি
বাড্ডা থেকে বরিশাল

আমি ভাবতেই থাকি
ওই ধোঁয়ার মতো আমার ইচ্ছাটা উড়তে থাকে
প্যাঁচাইয়া যায়

আমি ঘুম থেকে উঠে হাঁটতে থাকি
একটা জুতার স্বপ্নে আমার মন ভারী হয়ে থাকে
জমাট, কালো, প্রতিফলনহীন…

 

আইসক্রীম

ও জমাট তরল, তোমার ভিতর ডুবে যেতে চাই আমি![pullquote][AWD_comments width=”294″][/pullquote]

ফোঁটা ফোঁটা পানির স্বপ্নের ভিতর ভেসে যাচ্ছে এই শহর

মাসের বেতন পাওয়ার দিন, রিকশা করে আইসক্রীম খেতে খেতে যাচ্ছে
গার্মেন্টেস এ চাকরি-করা দুইজন কিশোরী মেয়ে, কালোপোশাক-পরা
এই রাতের-বেলা, উড়ছে তাদের ওড়না… ওইগুলি সামলাতে সামলাতে
চিকণ কাঠি থেকে টুপটুপ পড়ে যাচ্ছে দুই-একটা ফোঁটা…

Continue reading