প্লে দ্য গেইম

কবিতা পড়াটা কখনোই জরুরি কিছু না। ইচ্ছা হইলে পড়লাম। ইচ্ছা হইলে পড়লাম না। কিন্তু অ্যাভেইলেবল তো থাকতে পারে বিভিন্ন ফর্মে। যেমন ধরেন মোবাইল ফোন; এইটা দিয়া আপনি কথা বলেন, টেক্সট করেন, একটু দামি হইলে ইন্টারনেট ব্রাউজ করতে পারেন, ছবি তুলেন, গান শুনেন, ফোন-টোন না আসলে এমনে এমনেও তাকায়া থাকতে পারেন। তো এইরকম মোমেন্টে, চাইলে কবিতাও পড়তে পারেন। আমার পাঁচটা কবিতার বই-ই অ্যান্ড্রয়েড প্লে স্টোরে রাখা গেছে। কাগজে ছাপানো বই ভালো জিনিস, কিন্তু মোবাইলে পড়ার ট্রাই তো করতেই পারেন, কোন না কোন অকোয়ার্ড মোমেন্টে। পুরান প্রেম আর কদ্দিন। মানে, পুরান প্রেমেরও নতুন নতুন সারফেইস তো দরকার!

—————————————–

লেখার টাইম ধরলে বইয়ের সিরিয়ালটা এইরকম হবে:

কালিকাপ্রসাদে গেলে আমি যা যা দেখতে পাবো (১৯৯৩ – ২০০৪)। http://bit.ly/1PF4W86
রাঙামাটি (একটা ভ্রমণ কাহিনি) (২০০৬)। http://bit.ly/1PbpDqQ
অশ্বত্থ বটের কাছে এসে (২০০৫ – ২০১০)। http://bit.ly/1UQNPAi
স্বপ্নের ভিতর (২০১১ – ২০১২)। http://bit.ly/1Ra9Nzi
বসন্ত ১৪১৯ (২০১২ – ২০১৩)। http://bit.ly/1UsWYia

—————————————–

 

Leave a Reply