ফ্যামিলিম্যান (দ্য এক্সপেক্টেড ভার্চু অফ নোয়িংনেস)

এখনকার গে বা লেসবিয়ান কাপল’রেও যে সোশ্যালি একসেপ্ট করা যাইতেছে এর একটা কারণ হইলো যে, এরা বিয়া করতে রাজি আছে। সোশ্যাল ইউনিট হিসাবে এরা ফ্যামিলি’তে বিলিভ করে। একটু ভাবেন, যদি ফ্যামিলি না থাকে তাইলে আপনি সম্পত্তি কই থিকা পাইবেন? বা মরা’র পরে কারেই বা দিয়া যাবেন? কেমনে দিবেন? ফ্যামিলি ইজ নট ইর্ম্পটেন্ট, বরং ফ্যামিলি ইজ এভরিথিং! ক্যাপিটালিজমরে যদি সিস্টেম হিসাবে সারভাইব করাইতে চান এইটা ছাড়া কোন উপায়ই নাই।

এই বছর মেক্সিকো’র বার্ডম্যান  যে অ্যাকাডেমি এওয়ার্ড পাইলো আম্রিকার বয়হুড না পাইয়া এইটারও মূল কারণ এই ফ্যামিলি। বয়হুড দেখায় যে, সোশ্যাল বইলা যেইটা আছে সেইটা আসলে ইন্ডিভিজ্যুয়াল। আর বার্ডম্যান দেখায় যে, ইন্ডিভিজ্যুয়াল আবার কেডা, যদি ফ্যামিলি না থাকে! অন্য বেটিদের সাথে সেক্স করলেও সে বউ-এর কাছে থিকাই প্রেমিকের রিকগনিশন চায়; তার মে’র কাছে হিরো হইতে পারলেই সে পিপলের হিরো হইতে পারে; এমনকি লাস্ট সিনে সে যখন উড়াল’টা দিতে পারে, তার মে’রেই সেইটা দেখা লাগে। Continue reading