রাঙামাটি: ইবুক এবং অ্যান্ড্রয়েড অ্যাপ

দুই হাজার ছয় সালে লিখছিলাম এই কবিতাগুলি। খুব প্ল্যান কইরা যে লেখা হইছিল তা না; বরং লিখতে লিখতেই মনে হইছিল একসাথে রাখলে তো একটা কাহিনি তৈরি হইতে পারে! লিখার পরে পইড়াই ছিলো অনেকদিন। তারপরে দুই হাজার নয় সালে বিডিনিউজটুয়েন্টিফোরডটকম এর আর্টস পেইজের এডিটর ব্রাত্য রাইসু ওইখানে আপলোড করছিলেন কবিতাগুলি। দুই হাজার বারো’তে শফিক শাহিনের দুয়েন্দে পাবলিকেশনস থিকা কফি-টেবিল-বুক হিসাবে ছাপানো হইছিল শ’খানেক কপি এবং দুই হাজার তেরো সালে বাকী বিল্লাহ্’র হেল্প নিয়া কাঠপেন্সিল প্রকাশনী থিকাও ছাপানো হইছিল কয়েক’শ কপি। দুইটা বইয়ের কোনটাই এখন বইয়ের দোকানে পাওয়া যায় না।

কিন্তু তাই বইলা বই ছাপানোটারে আজাইরা কাজ বইলা মনে করি না আমি। এখনো ছাপানো বই পড়তেই বেটার ফিল করি। তার বাইরেও, যেইসব উপায়ে বই পড়া যায়, সেইসব জায়গাতেও বইটা অ্যাভেইলেবল রাখতে পারলে ভালো, এইরকম একটা চিন্তা থিকাই ইবুক এবং অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করা। টেকনিক্যালি এই কাজটারে পসিবল করছেন রক মনু। বুক ডিজাইন এবং অ্যাপ উনি বানাইয়া দিছেন। এই বইটার জন্য একটা গদ্য লিখে দিছিলেন মানস চৌধুরী, দুই হাজার এগারো  সালে। এই সুযোগে, পাবলিকলি কৃতজ্ঞতা জানাই উনারে। আসলেই যে ঘুরতে গেছিলাম রাঙামাটি’তে, সেইটার প্রমাণ হিসাবে কয়েকটা ফ্যামিলি ফটোও রাখা হইছে, টেক্সটের সাথে।

বইটা নিয়া তেমন কিছু বলার নাই। এতদিন পরেও যে নিজের লেখা বইলা একসেপ্ট করা যাইতেছে, এইটাই তো অনেক!

ইহা, এপ্রিল ২০১৫

ইনস্টল করেন অ্যান্ড্রয়েড অ্যাপ

ক্লিক টু ইনস্টল

ক্লিক টু ইনস্টল

অথবা

অনলাইনে পড়তে পারেন::

উপরের উইন্ডোতে ফুলস্ক্রিন অপশন না পাইলে এই লাইনে ক্লিক করেন

অথবা

ডাউনলোড পিডিএফ ফাইল:: রাঙামাটি