চাঁদ

[pullquote][AWD_comments width=”294″][/pullquote] অনেকটা সময় আমি একলা থাকতে পারি। ভাবতে পারি, আমি আছি যে, এইটা আসলে নাই। তখন মনে হইতে থাকে, রাস্তার ধূলা, টেম্পোর হর্ণ, ট্রাকের ভোমা চাকা, রিকশাগুলার একটু একটু কইরা চইলা-যাওয়া, এরা তো আছে। এরা ধইরা রাখবে না আমারে! যেহেতু আমি দেখতেছি, তারাও কি দেখে না আমারে! দেখে, অপরিচিতের মতোই। যেমন চাঁদ দেখে আমারে। চাঁদ দেখে তারেও, যে থাকে দূরে। এমন একটা দূর, যেইখানে চাইলেই যাইতে পারি আমি, শেও আসতে পারে। আমি আর চাঁদ, দূর থিকা দেখি, একজন আরেকজনরে। দেখার ভিতর দিয়াই ভুলে যাবো কোনদিন আমাদেরকে আমরা! চাঁদ বলে। চাঁদ-ই তো দেখে আমার না-দেখা। তারপরও, তারপরও ভুলে যাবে, না?




আষাঢ় ১, ১৪২১

[pullquote][AWD_comments width=”294″][/pullquote]

শি মানে তারে আমি চিনি

শি মানে উহারে আমি জানি না

 

রাস্তা-ভর্তি মানুষ ঘরে যাইতেছে

রাস্তা ভর্তি মানুষ রাস্তায়

থাকিতে চাহে না আর

 

মৌন, মন্থর মানুষগুলি

ঘুমায়ে পড়তেছে

মানুষগুলি আর জাগিতে চাহে না

 

না-চাওয়ার বেদনার ভিতর আমরা

বুড়া হয়া যাইতেছি

একটু দূরে দূরে বহিয়া যাইতেছি

জ্যাম-এ দাঁড়ানো বাস ও ট্রাক

পাশাপাশি যেইরকম অমনোযোগী Continue reading

আলাস্কা

…সুতরাং পৃথিবী, তুমি তাইলে এখনই ঘুমাও
ঘুমের বাড়িতে গিয়া স্বপ্ন দেখো, স্বপ্ন খোঁজো
যা যা তুমি করতে পারো নাই, জেগে থাকার কালে
সেইটা নিয়া নৌকা ভাসাও, সাগরে…[pullquote][AWD_comments width=”294″][/pullquote]

Continue reading