সিলেক্টেড পোয়েমস: নভেম্বর, ২০১৫।

শীতের ডায়েরি

আরেকটা সিগ্রেট খাবো। তারপরে লিখবো। লেখা যে যায়, এইটারে একটা ঘটনা বানাবো। ঘটনার ভিতরে ঢুইকা পড়লে তখন ঘটনা আর কোন ঘটনাই নাই। রেসিপি বানায়া বানায়া লিখতে থাকবো।

পা দুইটার তো কোন দরকার নাই। কাইটা ফেলবো?

 

রেন্ডম

রেন্ডম পিপলদের সাথে রেন্ডম বিকালবেলা পার করার পরে রেন্ডম লাইফ নিয়া রেন্ডম কিছু ওয়ার্ড লিখতে লিখতে মনে হইলো রেন্ডম যে আইডেন্টিটি রিনেইমে ঘুরতে থাকে খালি পা ব্যাথা হইলে পরে রেন্ডম কোলে আসবা বাবু তুমি?

‘কোল থেকে কোলে ভেসে যাই আমি
আমারে নাও তোমারই বক্র কোলে’ Continue reading

সিলেক্টেড পোয়েমস: সেপ্টেম্বর, ২০১৫।

 

সত্যরে ভালোবাসিলাম

সত্য দেখি নড়ে চড়ে না,
গাঁট হয়া
বইসাই থাকে
কাঁঠাল গাছের তলে
দুপুরবেলার রোদে

আমি কইলাম,
ভাই, শরৎকাল আইছে তো
সে কয়,
আসেনি তো অটাম

Continue reading

নারকোল গাছের ছবি

 

বিকাল’টা কি সুন্দর! মনে হয় বিকালের দৃশ্যেটার ভিতর একটা নারকোল গাছ হই। আরেকটা নারকোল গাছের মতোই যে সূর্যের আলোতে লম্বা পাতাগুলা নিয়া দাঁড়াইয়া থাকবে। কোন একটা স্মৃতির কথা যেন সে ভাবতে আছে। কথা বলতে বলতে, কথা বলতে বলতে নিজে যে একটা নারকোল গাছ সেইটাই ভুলে যাইতে পারতেছে। এই বিকালবেলায়। কলাগাছের খেতের পাশে। বর্ষার পানিতে চিক চিক রোদে। বাউন্ডারি দেয়ালের পাশে, একটা নারকোল গাছের পাশে আরেকটা নারকোল গাছই দাঁড়াইয়া আছে।