অ্যা টক উইথ ইমরুল হাসান বাই মাহবুব মোর্শেদ’স স্প্রিকার

[pullquote][AWD_comments width=”294″][/pullquote] গতবছর (২০১৪-তে) মাহবুব মোর্শেদ Spreaker-এ অডিও ইন্টারভিউ নেয়ার একটা প্রজেক্ট হাতে নিছিলেন। উনি দৈনিক কালের কণ্ঠের অফিসে কাজ করেন আর উনার অফিস বারিধারা’র বসুন্ধরা আবাসিক এলাকায়। আমি এই এলাকায় থাকার কারণে উনার ইন্টারভিউ লিস্টে আমিও ইনক্লুডেড হইছিলাম। আমার কবিতার বই ‘স্বপ্নের ভিতর’ নিয়া মিনিট ত্রিশেকের মতো একটা আলাপ হইছিল। লগে, মেহেদীউল্লাহও আছিলেন।

লেখা নিয়া কথা বলতে গেলে খুব ফ্রিলি যে কথা বলতে পারি সেইটা হয় না কখনো। যেমন, এই আলাপে আমি মোস্টলি একটু ডিফেনসিভ-ই ছিলাম। তারপরও কিছু কথা তো হইছিলই।