গুরুর চরণ

গুরুমুখী বিদ্যা, গোঁয়ার্তুমি সকল
এলো নম্র পায়ে
কী করে তারে চিহ্নিত করি
বলি, এই যে অনুরণন, তা সঙ্গ-আশ্রিত
প্রতিক্রিয়া বিন্যাস
ছল চাতুরী
কাঁপা কাঁপা অভিজ্ঞান

তোমারো প্রাণেরো ধারা
আসলে তা পারিপার্শ্বিকতা
ঝুল ধরে বসে থাকা
প্রাচীন বটের

তার তলায় বসে
শিখাচ্ছেন গুরু, নিষ্ঠতা বাক্যের
আর আমি চিৎপটাং
সম্মুখে তাহার
বলে যাই শিখানো লিপি
হামাগুড়ি দিই
তড়পাই
তারপর ছেড়ে আসি তারে

গুরুর চরণ, আমায় তো ছাড়ে না।

Leave a Reply