কবিতা: জুন, ২০১৭

লাস্ট ক্যাকটাস

অহেতুক একটা
ইল্যুশনের মতোন
পইড়া আছি আমি
রিয়ালিটির দরজার পাশে
তোমার

বলবা তুমি,
মরা ক্যাকটাস
ফেলে যাবো এরে,
নিয়া গিয়া কি লাভ!
কই রাখবো এরে?
কেন নিবো? হোয়াই?

অহেতুক একটা
ক্যাকটাসের মতোন
হারায়া গেছি আমি
দেখার দুনিয়া থিকা
তোমার

 

ব্রেকাপ

নদীর পাড়ে, ভিজা মাটিতে
তোমার নাম লিইখা রাখি
তারপর তাকায়া থাকি
তোমারে দেখি

জোয়ারের পানিতে ভাইসা গেলা যখন
তখন হয়া রইলা পানি পানি

তুমি কইলা, জল
আনিতে আমি আর যাবো না
যমুনা’তে

 

শরীর

প্রতিটা পোশাকের নিচে তোমার একটাই শরীর

 

ফ্রি বার্ড

ফ্রি বার্ড, ফ্রি বার্ড
একটা খাঁচার স্বপ্নের ভিতর
তুমি ঘুমায়া পড়ো

ফ্রি বার্ড, ফ্রি বার্ড
একটা অনেক বড় আকাশে
তুমি ঘুইরা বেড়াও

ফ্রি বার্ড, ফ্রি বার্ড
তোমার খাঁচা আর তোমার আকাশ
তুমি ফ্রি, তুমি বার্ড


মুড়ি খান

আমাদের ছোট ড্রাম, আমাদের মুড়ি

মুড়ি-টুরি খাওয়ার পরে
পইড়া থাকে ধূলা-বালি

আমি বলি,
চলো আমরা ড্রামটা উল্টাই
ধূলা-বালিগুলিও ফেলি!

তুমি বলে,
‘আমার গাবলু-গুবলু ড্রাম,
আমি তোমায় ভালোবাসি!’

 

Leave a Reply