[pullquote][AWD_comments width=”294″][/pullquote]
অনেক কবিতা লিখতে লিখতে
লিখতে থাকার ভিতরে
কবিতার দালানরে আমি ধসাইয়া দিবো,
মিশাইয়া দিবো ধূলাতে, অন্ধকারে…
বাদুড়ের মতো অন্ধ হয়া তখন
পাঠকেরা খুঁজতে থাকবে
কবিতা, তুমি কই যে গেলা!
পুরানা-দিনের সিনেমার নায়িকার মতো
তোমারে ত আমরা খুঁইজাই পাই না!
অনেক কবিতা লিখতে লিখতে
আমি নিজেরে বোঝাইতে পারবো ত,
অনেক-কবিতাই ত তাইলে লেখা হইলো,
শেষে, অন্ধকারে?
Leave a Reply