অসূয়াবৃত্তি

তীরে আজ ভেসে আসে গান

তীরহারা ঢেউগুলি[pullquote][AWD_comments width=”294″][/pullquote]

 

ঢেউ গুনি

গোণার বাইরে রইলো যে

তারেও ডেকে আনি

 

ডানাকাটা পরী

 

ঘামতেছে রিকশায় বসে

শেও কি তাইলে

বসে বসে ঢেউ গুনি

 

ঢেউগুলি ঘামের মতোন

ফিরতেছে শরীরে তোমার

 

তীরে,

বাঁকানো নারকোল গাছের নিচে

বালিতে

ডুবে আছে নৌকা আমার

 

জোয়ারের পানি

দিতেছে হাতছানি

 

গাইতেছে গান

আমি শুনি

 

শূন্যের উপর হাওয়ায়

ঘুরাইতেছে ছড়ি, অ্যামবিগিউটির

 

তার তীরে বাজে গান, অসূয়াবৃত্তির।

 

 

মে ১৩, ২০১৩

 

Leave a Reply