বসন্তের বাতাস
মিশে আছে তার শ্বাস
অথচ আমরা কেবলই বিষাদ
পার হতে গিয়া সরে সরে আসতেছি
এক ও অপর এর কাছ থিকা
প্রতীক ও তার সম্ভাব্য ইন্টারপ্রিটেশনের ভিতর
মিলাচ্ছি ক্রোধ, না-পারা আর ধারণার বিভীষিকা [pullquote][AWD_comments width=”294″][/pullquote]
আজ, এই মুহূর্তে
আমি তোমার বোকা বোকা হাসির ভিতর একটুখানি অস্বস্ত্বি
বসন্তের বাতাসের ভিতর যেমন মিশে আছে শীত-গন্ধ
তেমনই অস্বীকার – আমি তোমার!
বোবা পারফেকশনের চাইতে যে বেছে নিছে ব্যাকুল হাহাকার!
ফেব্রুয়ারি ১৬, ২০১৩
Leave a Reply