কবিতা: ডিসেম্বর, ২০১৭

আমাদের সময়ের হাঙরের পেটে

সময়ের অনেক দূরে,
আরেকটা সময়ের কাছে গিয়া
বইসা ছিলাম, তখন সন্ধ্যা

আরেকটা সময় আইসা এই সময়টারে কইতেছিলো,
‘চলো, যাই গা…’

গুটিশুটি পায়ে, খালি হাঁটতে শিখছে
এইরকম কয়েকটা কুত্তার বাচ্চাদের হাঁটার মতোন
আসতেছিলো কুয়াশা

রাস্তায় রিকশা, প্রাইভেট কার, মাইক্রোবাস
সময়ের সাথে পাল্লা দিয়া চলে যাইতেছিলো

আরেকটা সময়ের কল্পনা ফেড হয়া আসতেছিলো

এই সময়ের নদীর তীরে এতো এতো দৃশ্য, ঘটনা
আমাদের ধইরা রাখতেছিলো

দুইহাত দিয়া ছিঁড়ার পরে গরম গরম ডাইলপুরির ভিতর থিকা
বাইর হয়া আসতেছিলো গরম হাওয়া…

আরেকটা টাইমের অনেক কাছে গিয়া আটকায়া ছিলো এই টাইম’টা

আর ফিরা আসতেছিলো, গুটায়া যাইতেছিলো
শীতের বাতাসের ভিতর
খালি হইতে থাকা রাতের রাস্তার মতোন…

দোকানগুলি নামায়া ফেলতেছিলো শাটার

সময়ের অনেক দূরে
আরেকটা সময় মুছে যাইতেছিলো

আমাদের সময়ের হাঙরের পেটে
জাইগা উঠতেছিলাম আবার আমরা

 

সকল বকুল ফুল

শিউলি আইসা বলে, ‘এখন বকুল
ঝইরা পড়ার টাইম তোমার।’

‘গ্যারাজের ছাদের উপর কুয়াশা-ই যেন আমি
আরো কিছু শীত, সকালবেলার’

বইলা বকুল পড়তে থাকলো বাতাসে
যেন ঘুমাইলো আবার।

 

আমার জুতা

খাটের তলা থিকা এক জোড়া হাত আইসা
নিয়া যাইতেছে এক জোড়া কালা জুতা

হাত’টা দেখি খালি, চোর’টারে দেখি না

জুতা জোড়া খাটের তলা থিকা বাইর হয়া
চলে যাইতেছে দরজার দিকে

আমি দেখি আর বলতেও পারি না, কোন কথা

জুতা জোড়া চলে যাইতেছে আমার

আমার ঠ্যাংয়ের মেমোরি নিয়া…

 

Desdemona

My Othello loves me too

 

Desdemona

I will kill my Othello

 

দ্য এন্ড

একটা পাহাড়ের মাথায় গিয়া দাঁড়াই

তোমারে ধাক্কা দিয়া ফেলে দেই

ভাবি, আমিও লাফ দিবো কিনা

 

Leave a Reply