এই মিথ্যা কথাটা
সত্যি কথা তো সবার লাইগা।
সবাই জানে, সবাই বুঝে
সবারই অধিকার আছে সত্যি’র উপরে।
এই মিথ্যা কথাটা আমি তোমার লাইগা বানাইছি,
এই মিথ্যা কথাটাতে একসেস খালি তোমার আর আমার।
এই মিথ্যা কথাটা হইতেছে তোমার আর আমার সত্যি।
পুরানা লিরিকস
তুমি ঘুরতে থাকা বাতাস
আমি দাঁড়ায়া থাকা গাছ
আমার মাথা’র ধারণা
আমার মাথার ধারণা,
আমারেই খাইতেছে
হাসতে হাসতে
গলতে গলতে
ড্রেনের ভিতর দিয়া গড়ায়া গড়ায়া
সুয়ারেজের লাইন দিয়া
চইলা যাইতেছে, বুড়িগঙ্গায়, সকালে…
সকালবেলা
কোন একটা কিছু ঘটতেছে। আমি দেখতেছি। সকালবেলায় একটা চড়ুই বারান্দা থিকা ঠুকরায়া ঠুকরায়া কি জানি নিয়া যাইতেছে তার ছোট্ট ঠোঁটে। কোন একটা কিছু ঘটতেছে। আমি দেখতে দেখতে ঘুমায়া যাইতেছি আবার।
দুইজন
কানা হওয়ার পরে দেখতে চাইলাম আমি,
কইলো সে, এইরকমের নিয়ম তো নাই!
বোবা হওয়ার পরে কথা কইতে চাইলাম আমি,
কইলো সে, এইটাও তো পসিবল না!
আমি তার দিকে তাকাইলাম আর কইলাম,
তুমি তো দেখি কিছুই জানো না…
সেও পয়লা অবাক হইলো একটু, তারপরে
কইলো, হ, ঠিকই তো! আমি তো জানি না।
আমি তার না-দেখারে দেখলাম, তার না-কওয়া’রেও তখন শুনতে পাইলাম…
কাওরান বাজারে মিষ্টি কুমড়াগুলি
কাওরান বাজারে মিষ্টি কুমড়াগুলি
গোল গোল আর গোল হয়া বইসা আছে,
একটার পরে একটা সাজানো যুক্তির মতোন
উপর থিকা একটা একটা কইরা মিষ্টিকুমড়া
বেচা হয়া যাবে, তলারগুলিও থাকবো না
কাওরান বাজারে মিষ্টিকুমড়াগুলি যে ছিলো
মনে পড়বো হয়তো, আবার আমার…
Leave a Reply