পৃথিবীর সমস্ত কবিতা রি-রাইট করতে চলিয়াছি।
তোমার ভাষা-ভঙ্গিমারে পাল্টাইয়া দিতেছি;
অ্যাজ ইফ তোমার ভাষা হইলো তোমার কবিতা
তাই তো? তাই না?
যেমন তুমি পা ভাঁজ কইরা বসো,
হাত নাড়াইয়া নাড়াইয়া বলো,
এইবার তুমি যাউগা!
তোমার নির্বিচার বোধের ভিতর
আমার আর কি থাকা যায়
যাইতে যাইতে দেখি, তোমার ভবিষ্যত-দিন
জড়োসড়ো বারান্দায় বইসা কফি খাওয়া
তুমি কি দেখো তোমার দেখন-ভঙ্গিমা?
তারে বসা চড়ুই কয়টা, গেলো যে উইড়া!
কই যায় তারা?
আবারো দাঁড়ায় গিয়া একটু দূরে;
দূর হতে, কাছে আসি
পৃথিবীর সমস্ত কবিতা আমি রি-রাইট করতে চলিয়াছি
তোমারই জন্য, নতুন করিয়া।
Leave a Reply