গাধা

 

গাধা দিয়া হইতেছে হালচাষ

বাক্ষ্মণবাড়িয়া পরবর্তী এরিয়া

চাষী বুড়া

সময় বিকালবেলা।[pullquote][AWD_comments width=”294″][/pullquote]

 

তার পাশে

দৃশ্যের বোঝা টানতেছি

আমি আরেক গাধা।

মাটির উর্বরতায় গেঁথে যাচ্ছে মন

দিগন্তব্যাপী ফসলের মাঠ

দূরে  দূরে   এক   একটা   মানুষ।

 

গাধা ঘুরতেছে চক্রাকারে

ছোট্ট জমি, আয়তকার

তার চলাফেরায় চিরে যাচ্ছে

মাটি, মায়ের মতোন বসুন্ধরা।

 

মার্চ ২৬, ২০০৭

 

 

 

Leave a Reply