দ্য প্রফেট

 

একটা ছাগল রাস্তায় যাচ্ছে হেঁটে
একটা ছাগল রাষ্ট্রের কোন কাজে লাগে না

একান্ত ব্যক্তিগত, উদাসীন
দেশহীন, বিষণ্ন; মালিকানায় নাই কিছু

হইতে পারে অ্যানার্কিস্ট, ধরে নিছে বিপ্লব সবসময়ই ছিল
ব্যক্তিগত জিহাদ, বিদ্যুৎ মিত্রের আত্ম-উন্নয়ন,
জেনগল্প, নির্বাণের কোন প্যাঁচ এবং নিয়ন্ত্রিত বিষাদ;
তাই কান্দে না, কান্দার মতো কইরা
ভাবে; তবে এই অস্তিত্বের কী মানে!

হাঁটতেই আছে, রিকশা খুঁজে না
অথবা রিকশা ভাড়া নাই কোন

Leave a Reply