হয়তো তোমার দিন
আরো অন্য কিছু দিনের মতোই
হয়তো তোমার ভাবনা
ঠিক কইরা দেয় তোমার বন্ধু-বান্ধব,
বড় ভাই, অফিস-কলিগ, টিচার ও প্রেমিকেরা[pullquote][AWD_comments width=”294″][/pullquote]
হয়তো হয়তো কইরা তোতলায় যেইসব কবিতা
তার ভিতর ধামাচাপা পইড়া থাকা
কোমল কিশোরী মন এর কল্পনা
তোমারে করে মূঢ় পতাকার মতো
উদ্দেশ্যহীন;
আমরা যাবো পার্কে
বিকালবেলায়
ধূলায়
তখন মুছে দেয়া যাইবো না,
এইসবকিছুরে?
তাদেরই মতোন, যেমন তারা
গ্রাম ও শহরের মতোই
আলাদা;
আর শোনো গান, গাইছে কেউ
আমাদের আশেপাশে
আরো কতো অজানা
ভাসাচ্ছে নৌকা, প্রেমের
হতবিহ্বল দিনের শেষে
আরো একটা দিন যাচ্ছে ভেসে
কল্পনা-বাস্তবতার ফ্যাণ্টাসিতে
উইন্ডো থিকা উইন্ডোতে
তোমার চুল উড়ে যায়
বিহ্বল বাতাসে
কে যে দেখে
কেউ দেখবে বইলা
তারাও কি আকুল হয়
দিনের শেষে, সন্ধ্যা-রাতে
নিভু নিভু আলোর পোকা
পথ হাতরাচ্ছে দেখে
মায়া লাগে
গর্তের মতোন, রাস্তার
রিকশাটা ঢেঁকুর তুলতেছে
গলা পর্যন্ত ক্রোধ
চালাচ্ছে সাইকেল
দিন যে গেলো
তার আর পরিত্রাণ নাই
হা-হুতাশময়
গ্লাসগুলা গলা বাড়াইয়া
বইসা আছে টেবিলে
জল দাও তারে
পানিও পারো দিতে
তাইলে কি যাবে তেষ্টা
অথবা পিপাসা?
তোতলাতে তোতলাতে লেখা
এই কবিতার ভিতর ধামাচাপা
তোমার সুবাস
ভোরবেলায়
বকুলতলায়
ছড়াবে না কি দীর্ঘশ্বাস
আরো কোন দিনে;
হয়তো তোমার দিন
আরো অন্য কিছু দিনের মতোই হবে
বৈশাখ ৫, ১৪২০
Leave a Reply