হায়! বিকাল আইসা ধরলো আমায়
ব্যতিক্রমের খাতায়, বিহ্ববলতায়
গাঢ় ও লম্বা ঘুমের মতো পড়ে থাকলো রাস্তাটা, রিকশার টুং টাং [pullquote][AWD_comments width=”294″][/pullquote]
আমগাছের মুকুলের মতো সতেজ এখন রোদ…
ফুটবলটা খাটের তলায়, ডাকতেছে
‘বাইর করো আমারে, লাত্থি দাও’;
যারা বইসা আছে কলেজের মাঠে
তাদের কথার ভিতর ঘুরপাক খাইতে খাইতে
ঘাসেদের স্মৃতি সে আজ;
দিকভ্রান্ত নদীর পানিতে যখন ধুইতেছি পা
সন্ধ্যার জোঁক আইসা বসছে তখন পাথরের চিপায়
কইলো, ‘বিকালের ভিতর জমা ছিল যে এতো অন্ধকার
তুমি কি তা জানতা?’
মার্চ ১৬, ২০১৩
Leave a Reply