মদনমোহনের গানে

পাস আয়িয়ে কি হাম নেহি
আয়েঙ্গে বারবার
বাহে গালে মে ডাল কে
হাম রোলে জারজার

আঁখো সে ফির ইয়ে পিয়ার কি
বারসাত হো না হো…

সায়েদ ফির সে জনম মে
মোলাকাত হো না হো…

 

আসো গ্রুপ বাইন্ধা কান্দি আমরা। একজনের কান্দা তো সবারই কান্দা। সবাই আমরা আল্লারই বান্দা। যেই সময় আসছে দুনিয়ায়, সেই সময় তো পারমানেন্ট না; এই টাইম চইলা যাবে, আরেক টাইম আসবে; আমরা তাই এই টাইমটারে পুরান বানায়া কানতেছি, এই নতুন সময়ে। একলা একলাই কান্দি আসলে। যদিও অন্যান্যরা আছে, সবারই আছে নিজ নিজ কান্দা। আমার কান্দা ভাই তুমি তাই কাইন্দা দিও না। পারবা না তো। যার যার লাইফ তার তার। এইখানে আমরা এক একজন ইন্ডিভিজ্যুয়াল, তার বাইরে যা আছে, সেইটা হইলো ফ্যামিলি, পরিবার। আমরা তো তা-ও না। তাই আমাদের টাইম বইলা কিছু নাই। একটাকিছু যে থাকতে পারতো আর নাই তার জন্যই কানতে পারতেছি আমরা।

আমাদের ভালোবাসা, আমাদের কান্দা কোনকিছুই থাকবে না। সময়ের কাছে হাত জোড় কইরা বইসা আছি। টাইম, তুমি চলে-যাওয়া খরগোশের মতোন, শাদা শরীর, লাল চোখ, যাইতে যাইতে একবারও ফিরা তাকাবা না? এটলিস্ট মদনমোহনের এই মেলোড্রামাটিক গানটার কথা মনে কইরাও মনে হবে না, কানলাম-ই নাহয়, আরেকটু?

‘তোমার শীত-পোশাকগুলি নাড়ায়া নাড়ায়া আমারে দেখাচ্ছো/তোমার ভবিষ্যত-দিন, আমি নাই সেইখানেও’

 

 

Leave a Reply