রাস্তায়

ওহ্ তরল! মন্ত্রমুগ্ধ হও

আমারে হারাইয়া ফেলো

আমি হতে কতদিন যেন আর

আম ও ছালা আলাদা আলাদা

করা হয় না।[pullquote][AWD_comments width=”294″][/pullquote]

 

বৃষ্টিতে ভেজাও!

তরল আমারে আমার

আর তো সহ্য হয় না!

 

শরীরের কল্পনার ভিতর

গুম হয়া বইসা আছে মন

মনোনিবেশ হয় না;

 

তেল আর মিশে না জলে

 

বৃষ্টির পানি তবু নির্বিশেষে

মিশতেছে, ড্রেনের ময়লায়

 

কেউ হাঁটে, কেউ রিকশায়

হেডফোন কানে শুনতেছে মিউজিক

 

‘কেমন আছেন?’ – যেহেতু জিগায় না

ভাবি, আরেকবার যদি হয় বৃষ্টি

ওরা কি ভিজতে চাইবে না?

 

‘ওহ্ তরল! আমারে দ্রবীভূত করো’

–   বলতে বলতে পার হবে রাস্তা

 

হাত-ভাঙ্গা কিশোর হেরোঞ্চিটার দিকে

কি একবারও তাকাবে না?

 

জ্যৈষ্ঠ ৮, ১৪২০

 

Leave a Reply