শীতের দিন

১.
EAT YOUR SOUL
ইটের দেয়ালে লিখে রাখি।

কত কত মানুষ
কতো কতো মানুষ

আকাশে তারার মতোন
আকাশে তারাদের মতোন
ডুবে যায় রাত এখন

 

২.
এখন যে রাত
রাত ও দিন

রিপিট ইট
রিপিট ইট।

৩.
নতুন দালানের রড উঁচা হয়ে আছে
সূর্য ডুবে যাইতেছে
ক্লিক ইট!

 

৪.
যেই পাবলিক পারসোনাল
রাস্তার ধারে, গাছের কিনারে

মুততেছেই তবে?

 

৫.
প্রেমিক পড়ে আছে ঢাকা মেডিকেলে
পলিটিকস হয়ে দেখবা
আবার আসিবো ফিরে

 

৬.
কাঁঠাল বনে বাঘ
ঘুমায়ে গেছে

 

৭.
আসো শীত
রেভিউলেশনের লিপজেল নিয়া
গড়িমসি কুয়াশা
গড়াইয়া গড়াইয়া টাইম
যাইতেছে

এখন সকাল।

 

৮.
দিন যায়
তোমার আলোর তলে
বসে আছি
দিন যায়
চুপ করে থাকি বলে
মনেহয় যাইতে পারতেছে
যদি বলতাম
আটকাইয়া থাকতো
কিছু?
আমার বলার তলে
দিন যায়
আমি ট্রাই তো করছিলাম
এইটুক সাধ লয়ে
ধোন কচলাইতে কচলাইতে
সেক্সডলের মতো মসৃণ
দিন যায়, যায় রে

 

৯.
এইটুক অসুখ
তাও থাকে না বেশিদিন

কয়দিন পরেই
রোদ দেখে মনেহয়

ঘুমায়া যাবো নাকি আবার?

কয়েকটা আইন পাস হইলো
কয়েকটা ফাঁসি
মার্ডার
ধুমধাম

ঘটনার মজলিসে নিরব কেন কবি?

যিনি দিলেন পিঠে ছুরি
তিনিও কইলেন
আমি তো এমনি এমনি, কারো ক্ষতি করি নাই…

যে ক্ষতি মান্না দে মেনে নিছিলেন
ওইরকম আর কি…

 

১০.
আমার হিসু মাখা তোশক
নানা নিয়া যাইতেছে
দোতলার ছাদে
নানীর তো খারাপ লাগে
বুড়া মানুষটারে
কষ্ট দিলি!

 

১১.
তোমার ছাতার নিচে
ঢাইকা রাখো আমার মুখ
শীতের বৃষ্টি
শুরু হওয়ার আগেই।

 

 

Leave a Reply