শেষ চিঠি

এখন যদি আমি চেষ্টা করি আমি কি লিখতে পারবো শেষ চিঠিটা আবার? খুব একটা বেশি সময়ের আগের কথা ত না। একটা উপকথার গল্প ছিলো সেইটা – [pullquote][AWD_comments width=”294″][/pullquote]

 

একজন মানুষ তার জীবনের শেষে, সাগর পারে বইসা দেখতেছে তার জীবনের দিনগুলি – তার আনন্দ, দুঃখ, প্রেম, ঘৃণা… আর সবসময় তার চলার পথের পাশে আরো এক জোড়া পা, যে তার সাথে হাটঁতেছে সবসময়। কিন্তু যখনই তার জীবনের সবচে গভীর দুঃখের সময় আসছে, সেইখানে খালি এক জোড়া পা। সে তখন কয়, হে আমার আল্লা, সারাজীবন তুমি আমার পাশে পাশে ছিলা, খালি দুঃখের দিনে তুমি আমারে ছাইড়া গেলা! আল্লা কয়, ওরে পাগল বান্দা, আমি তোরে ছাড়ি নাই; দুঃখের ঝড় যাতে তোরে না নিয়া যাইতে পারে, তাই কোলে কইরা রাখছিলাম, সোনাধন, আমার বিশ্বাসের ওমে তোরে বাচাঁইয়া রাখছিলাম। জমিনে তোর পা পড়তে দেই নাই।

 

এইরকম। আল্লার মতো কইরা তোমারে আমি ভালোবাসছিলাম। শয়তানের কথা শুনি নাই। শিরকের ভয় করি নাই।

 

শেষ চিঠিটার ভিতর তোমারে যেমন ভালোবাসছিলাম আমি, তুমি আমারে সেইরকম কইরা কোলে তুইলা নাও। আমার আল্লা হও তুমি, হে বান্দা আমার!

 

মার্চ ১১, ২০১৩

 

Leave a Reply