সকালবেলা

ভোরের হাওয়া

অস্থিরতা জড়ো হচ্ছে তোমার গায়ে

একটু পর হাঁটতে বের হবো।

দেখবো কী সূর্যমুখী ক্ষেতে ফুলেদের হাসি?

নমনীয় আলোগুলি জেগে উঠছে আবারো?

শুরু হচ্ছে দিন, ক্রমান্বয়ের পথে? [pullquote][AWD_comments width=”294″][/pullquote]

 

রাত্রির পতনের পর জেগে উঠা ভোর

নিয়া আসলো দিনের প্রান্তে

পাখির আওয়াজ শুনছি, চারপাশে

তারা কথা বলছে,

ভেঙ্গে পড়ছে নিরবতা, ক্রুদ্ধ স্তব্ধতার আড়াল।

 

নিরবতার ধ্বনি ভাঙতে ভাঙতে এই এতদূর আসা

এখন হাফাচ্ছে শরীর, রাতের অতিক্রান্ত ভালোবাসা

 

সকাল হয়ে এলো মুহূর্তেই, ছড়িয়ে যাচ্ছে চারদিকে

সূর্য, আলো, অস্থিরতা।

 

 

মার্চ ৬, ২০০৭

 

 

Leave a Reply