কতগুলি কাক
চড়ুই
সন্ধ্যার আকাশে
গাছে গাছে
একটা গাড়ির পিছনে আরেকটা গাড়িই আছে
হর্ণ দিতে দিতে পাগল হয়া যাবে সবাই
পাগল তবু হর্ণ-ই দিতেছে
সন্ধ্যার গ্রে আকাশে
কতগুলি কাক
আর
চড়ুই
উড়ে যাইতেছে
গাছে গাছে
একটা ব্রীজের গোড়ায়
মাঝখানে
কালো পানিগুলি ঝাপসা হয়া আসতেছে
জায়গাটা ধানমন্ডি বলে সুন্দরও লাগতেছে
নতুন মসজিদের মিনার
নতুন নতুন আলো
জাদুঘরের রোডে
হাঁটতে হাঁটতে
হাঁটতে হাঁটতে
একটা নিরবতার ভিতর দিয়া আরো একটা নিরবতার কাছেই তো যাইতে চাইতেছে…
Leave a Reply