এই একটা তারিখ কেমনে বাংলা’য় রয়া গেলো? (আরো আছে হয়তো, হিন্দুধর্মীয় উৎসবগুলা এর সাথে… কিন্তু ১লা বৈশাখ-ই ত এখন ১৪ই এপ্রিল)[pullquote][AWD_comments width=”294″][/pullquote]
তারও আগে মনে হয় বলাটা দরকার যে, একটা মানুষ যদি ভালো কবিতা লিখতে পারে, তার ভালো মানুষ হওয়ার ত দরকার নাই… মানে, ভালো মানুষ না হইলে জানি ভালো কবিতা লেখা যাইবো না, এইটা কোন ফাইজলামি… ভালো ভালো মানুষ কেন সব ভালো ভালো কাজ করবো, একটু একটু খারাপ মানুষ অনেক ভালো ভালো কাজ করতে পারে ত… মানে, ভালো জিনিসটারে ক্রিটিক্যাল না কইরাও এই কথা বলা যাইতে পারে…
কাব্যিক রবীন্দ্রনাথ ঠাকুর বাঙ্গালি’র যত বড় আইকন হইতে পারছেন সেই তুলনায় অ-কাব্যিক বিদ্যাসাগর যে অত বড় হইতে পারেন নাই, এতে বাঙ্গালি’র ভালোই হইছে বেশি, কারণ চিন্তার ভিতরে জড়তা অনেক কমছে; যদিও অ-নির্দিষ্টকরণ এর ফ্যাশন’টা বাড়ছে… এইসবকিছু বাদ দিয়াও বলা যায়, যেই ‘ইউরোপীয়’ এবং ‘ভারতীয়’ চিন্তা’র সমালোচনা করা হয় এখন সেইটা ওই সময়েরই ঘটনা; রবীন্দ্রনাথ ওই সময়ের টেনশনের বাইরে গিয়া মহাপুরুষ যে হন নাই, এই জন্য উনার প্রতি আমার কৃতজ্ঞতাবোধ আছে… উনি যে এখনো মহাপুরুষ হয়া আছেন, এইটা বরং আমাদের সময়ের বৃদ্ধিবৃত্তিক ব্যর্থতা… লেটস হোপ যে এইটা আমরা কাটাইয়া উঠতে পারবো, অন্য কোন মহাপুরুষের কাঁধে ভর না দিয়াই…
রবীন্দ্র-বন্দনা’র আসলে আরো অনেককিছুই বাকি আছে… প্রতিবছর একটু একটু কইরা লিখলেও একটা বই হয়া যাইবো… বই লিখার ইচ্ছা অবশ্য কম…
Leave a Reply