জুতা-কাহিনি

 

রাস্তার পাশেই ড্রেন
তার ভিতর প্রতিফলনহীন কালো পানি,ফুটতেছে
ম্যানহোলের ভিতর থেকে উঠতেছে ধোঁয়া…

ফুটপাতে ছোট চৌকির ওপর সাজানো জুতার পসরা
একজোড়া জুতা কিনতে চাই আমি
যখন ঈদে যাবো বাড়ি
বাড্ডা থেকে বরিশাল

আমি ভাবতেই থাকি
ওই ধোঁয়ার মতো আমার ইচ্ছাটা উড়তে থাকে
প্যাঁচাইয়া যায়

আমি ঘুম থেকে উঠে হাঁটতে থাকি
একটা জুতার স্বপ্নে আমার মন ভারী হয়ে থাকে
জমাট, কালো, প্রতিফলনহীন…

 

Leave a Reply