একদিন খুব লেখা হইলো [pullquote][AWD_comments width=”294″][/pullquote]
একদিন খুব লেখা হবে
ভেসে যাওয়া বাতাস শুধু নয়
মুখ-গোমড়া করা সন্ধ্যাবেলা বলবে
‘আসো, লুকাও আমার শব্দে’
মন আমার পাবে না ডানা – এই ধারণা নিয়া
ভাঙ্গাচোরা একটা কাঠের চেয়ার
ঘুণে-ধরা টেবিল
তার উপর স্কুলের পড়া পড়তে পড়তে
ঘুমাইয়া যাচ্ছি আমি
ঘুণপোকাদের গানে, মরা মরা এই ঘুম।
ঘুমের ভিতর দেখি
দুধের গ্লাস নিয়া দাঁড়াইয়া আছে আম্মা,
বলতেছে, ‘শয়তানের ঘুম আর ঘুমাইস না!’
ফাল্গুন ১১, ১৪১৯ (ফেব্রুয়ারি ২৩, ২০১৩)।
Leave a Reply