কবি হইতে হইলে কথা কম কইবেন, কম লিখবেন। মানে, যা লিখতে পারতেন, সব লেখবেন না। লেখলেও দেখাইবেন না। বারবার একই জিনিস কেন লিখবেন? তাও আবার প্রত্যেকদিন? না-কওয়া দিয়াই কইয়া ফেলতে হবে অনেক কথা। এইরকম হইতে হবে, বাংলাভাষার কবি হইতে হইলে। চুপ-থাকাটা শিখবেন। ইন ডিউ টাইম। তারপর চেকটা হাতে পাইতে পারবেন একটা সময়, কবি-হওয়ার। মরা’র আগেই। সিরিয়াল বেশি লম্বা না হইলে। আর মরলে এইসব দিয়া কি করবেন? বাঁইচা থাকতে থাকতেই প্রাকটিস করা শুরু করেন। আমি না, ভাস্কর চক্রবর্তী-ই কইছেন এইটা: “ঠিক সময়ে ঠিক কথা বলার দাম একটাকা, ঠিক সময়ে চুপ করে থাকার দাম দু’টাকা।”
দুইটাকার কবি হন, নাইলে একটাকার।
http://baak-patrika.blogspot.in/2014/11/blog-post_52.html
[লেখা থিকা কোটেশন: সঠিক জায়গায় শব্দহীনতা লেখায় বিরাট একটা প্রভাবফেলেছে। ওই যে ভাস্কর পরে লিখেছিলেন না – ” ঠিক সময়ে ঠিক কথাবলার দাম একটাকা, ঠিক সময়ে চুপ করে থাকার দাম দু‘টাকা “।]
Leave a Reply