দুইটাকার কবি হন, নাইলে একটাকার

কবি হইতে হইলে কথা কম কইবেন, কম লিখবেন। মানে, যা লিখতে পারতেন, সব লেখবেন না। লেখলেও দেখাইবেন না। বারবার একই জিনিস কেন লিখবেন? তাও আবার প্রত্যেকদিন? না-কওয়া দিয়াই কইয়া ফেলতে হবে অনেক কথা। এইরকম হইতে হবে, বাংলাভাষার কবি হইতে হইলে। চুপ-থাকাটা শিখবেন। ইন ডিউ টাইম। তারপর চেকটা হাতে পাইতে পারবেন একটা সময়, কবি-হওয়ার। মরা’র আগেই। সিরিয়াল বেশি লম্বা না হইলে। আর মরলে এইসব দিয়া কি করবেন? বাঁইচা থাকতে থাকতেই প্রাকটিস করা শুরু করেন। আমি না, ভাস্কর চক্রবর্তী-ই কইছেন এইটা: “ঠিক সময়ে ঠিক কথা বলার দাম একটাকা, ঠিক সময়ে চুপ করে থাকার দাম দু’টাকা।”

 

দুইটাকার কবি হন, নাইলে একটাকার।

 

http://baak-patrika.blogspot.in/2014/11/blog-post_52.html

[লেখা থিকা কোটেশন: সঠিক জায়গায় শব্দহীনতা লেখায় বিরাট একটা প্রভাবফেলেছে। ওই যে ভাস্কর পরে লিখেছিলেন না – ” ঠিক সময়ে ঠিক কথাবলার দাম একটাকা, ঠিক সময়ে চুপ করে থাকার দাম দুটাকা।]

ফেসবুক নোটের লিংক।

 

 

Leave a Reply