গার্লফ্রেন্ড

হায় সৌন্দর্য্য, তুমি কেন রিকশায় বসো?

চুল উড়ে চৈত্রের বাতাসে

লগে বয়ফ্রেন্ড, হয়তো সে কবিতা লেখে

তোমারে নাম নিয়া ডাকতে পারার অধিকারে… [pullquote][AWD_comments width=”294″][/pullquote]

 

সে যা-ই হোক, রামপুরা বাজারের তরমুজ

দেখতে গিয়া আমি কেন দেখবো তোমারে?

 

ভাববো, সিঁড়িঘরে এক জোড়া ঠোঁটের উত্তাপ

বাঁচাইয়া দিতে পারতো আমারে

এই ভাবনাচক্রে ভাসা ভাসা শরীরী-কল্পনারে…

 

যখন কোন পরিত্রাণ নাই আর

আর নাই না-চিনা কোন

 

যেই যেই ভাব এ আমাদের আইডেন্টিটি

কইলো আমারে, ‘আমারে দিও না তুমি বন্ধুত্বের দেয়াল

আড়ালেই থাকবো আমি, তোমার অভিমান;

যেহেতু বসন্ত শেষ হয়া যায়…’

 

‘প্রেম ধীরে মুছে যায়

নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়…’

 

চুল উড়ে চৈত্রের বাতাসে

রিকশায় শে কেন বসে থাকে?

লগে বয়ফ্রেন্ড, হয়তো কবিতাই লেখে…

 

চৈত্র ১৮, ১৪১৯

Leave a Reply